আমাদের রাজশাহী


আমার যা মনে হয় আপনার ও কি তাই মনে হয় তাহলে তো আমার যা হচ্ছে তা যদি মিলে তাহলে আপনি আমার মত করে ভাবছেন নিশ্চয়। তাহলে রাজশাহীর কথাই বলি কিভাবে হল কিভাবে হল রাজশাহীর নাম রাজশাহী না হয় অন্য নামও হতে পারতো পিছনে ইতিহাসটা কি তা জেনে দেখি তো।

চলুন জেনে আসি রাজশাহীর নাম যেভাবে করা হলো-

রাজশাহীর নামটি জানতে গেলে আমাদেরকে কয়েক শতাব্দী পূর্বে ফিরে যেতে হবে। রাজশাহীর প্রাচীন নামটি ছিল মহাকালগড়। পরে রামপুর বোয়ালিয়া থেকে রাজশাহী নামটির উদ্ভব কিভাবে হলো এর সুস্পষ্ট কোন ব্যাখ্যা নেই ব্রিটিশ আমলে প্রাথমিক যুগের রাজশাহীর নাম কোন জনপদ বা স্থানের উল্লেখ নাই এই জনপদ একদা বহু হিন্দু মুসলমান রাজা সুলতান ও জমিদার ছিল বলে নামকরণ করা হয়েছে এর নাম রাজশাহী। ঐতিহাসিক মতে খ্রিস্টীয় ১৫ শতকে গৌড়ের মুসলিম সুলতান এই জেলায় জমিদার রাজা গণেশ কর্তৃক আত্মসাৎ এর সময় থেকেই রাজশাহীর নামটি উদ্ভব হরেছে। হিন্দু রাজ আর ফরাসি শাহী এই দুই শব্দ দুটির সমন্বয়ে উদ্ভব হয়েছে মিশ্র জাত শব্দটির দিয়ে হয়েছে রাজশাহী। কিন্তু ব্লকম্যান এর অভিমত গ্রহণে আপত্তি করে বেভারিজ বলেন ,নাম হিসেবে রাজশাহী অপেক্ষা অর্বাচীন এবং এর অবস্থান ছিল রাজশাহী গণেশের জমিদারি ভাতুরিয়া পরগনা থেকে অনেক দূরে।

রাজা গনেশ গনেশের সময় উদ্ভব হলে এই নামটি টোডোর মল প্রণীত খাজনা আদায়ের তালিকায় অথবা আবুল ফজলের আইনি আকবরী নামক গ্রন্থে পাওয়া যায়। নাটোরের রাজা রামজীবনের জমিদারি রাজশাহী নামে পরিচিত ছিল এবং সেই সময়েই নামি ইংরেজরা গ্রহণ করেন এই জেলার জন্য অনেকে এসব ব্যাখ্যাকে যথাযথ ইতিহাস মনে করেন না তবে ঐতিহাসিক সত্য এই যে নবাবী আমল ১৭০০ থেকে ১৭২৫ পর্যন্ত মুর্শিদকুলি খান সমগ্র বাংলাদেশকে রাজস্ব আদায়ের সুবিধার জন্য ১৩ টি চাকলায় বিভক্ত করেন যার মধ্যে চারুলা রাজশাহী নামে একটি বৃহৎ বিস্তৃত এলাকা নির্ধারিত হয় এর মধ্যে প্রভাবিত পদ্মা পি দ্রুত রাজশাহী চাকলা কে তিনি উত্তরে বর্তমান রাজশাহী ও দক্ষিণে মুর্শিদাবাদের সঙ্গে অপর অংশ রাজশাহীর নিজ চাকলা নামে অভিহিত করেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url