ইন্টারনেট

 ঃ

ইন্টারনেট সার্ভিস  প্রোভাইডার (IPS)ঃ

ইন্টারনেট যেভাবে কাজ করেঃ

বাংলাদেশের ইন্টারনেটঃ

ভূমিকাঃ

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ।বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার সূমহ মানুষের জীবনে এনে দিয়েছে অভাবনীয় উন্নতি, প্রগতি এবং সুখ - স্বাচ্ছন্দ।বিজ্ঞানের যেসব আবিষ্কার মানুষকে সভ্যতার স্বনশিখরে আরোহণ করতে সহয়তা করেছে, তার অন্যতম প্রধান হলো ইন্টারনেট।বতমানে বিশ্ব বহুল আলোচিত গতিময়তার এক মাইলফলক হচ্ছে ইন্টারনেট। আর এই জন্যই ইন্টারনেটকে বলা হয় অচল শক্তিকে সচল করার পক্রিয়া।



ইন্টারনেট হচ্ছে -

World wide electionic network.

ইন্টারনেট ঃ

প্রথমে MILNET (গোপন যোগাযোগ নাম), এরপর   ARPANET (Amirican Defence Network)  বা , ডার্পানেট, এর থেকেই ইন্টারনেটের উদ্ভব। ১৯৬৯ সালে যুক্ত রাষ্ট্রের পতিরখা দপ্তর, প্রথম ইন্টারনেট ব্যবহার শুরু করে। যুক্ত রাষ্ট্রের পতিরখা বিভাগের কম্পিউটার বিজ্ঞানীরা ৪টা কম্পিউটারের সাহায্যে গড়ে তুলেছিলেন প্রথম অভ্যনতরীণ এক নতুন যোগাযোগ ব্যবসথা। এই যোগাযোগ ব্যবসথার নাম ছিল, ডার্পানেট,। তিন বছর যেতে না যেতেই কম্পিউটারের সংখ্যা চার থেকে তেএিশ-এ পৌঁছায়।

এর চাহিদা দিন দিন বেড়ে চলেছে।


ইন্টারনেট সার্ভিস  প্রোভাইডার (IPS)ঃ

এদের কাজ  অনেকটা পোস্ট অফিসের মতো।এদের সদস্য হলে মাসিক বা ব্যবহৃত সময়ের ভিওিতে নিদিষ্ট একটা চার্য নিয়ে তাদের নিজস্ব শক্তি শালী কম্পিউটার, ফাইবার অgপটিক বা স্যাটালাইটের ( VSAT) মাধ্যমে দেশে -বিদেশে অন্যান্য  ইন্টারনেট সদস্যদের সাথে যোগাযোগ করিয়ে দেয়। 

ইন্টারনেট যেভাবে কাজ করেঃ

ইন্টারনেট হলো আধুনিক পযুক্তির সর্বশেষ সংস্করণ। এ ইন্টারনেটের সংযোগ নিতে হলে ব্যাকবোন -এর সাহায্য নিতে হয়। ইন্টারনেট ব্যাকবোন। ইন্টারনেট ব্যাকবোন হচ্ছে  এক ধরনের যোগাযোগ নেটওয়ার্ক, যা তথ্য  পযুকতির সাথে সমপর্কিত বিভিন্ন ধরনের অবকাঠামোগত উৎপাদনকে সমন্বিত করে ইন্টারনেটকে কাজ করার সুযোগ করে দেয়।

বাংলাদেশের ইন্টারনেটঃ

১৯৯৩ সালের ১১নভেমবর বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।শুরুর দিকে ইন্টারনেট অফলাইনের মাধ্যমে যোগাযোগ রক্ষা ছাড়া ও কয়েকটি প্রতিষ্ঠানের মেইল সার্ভিস দিয়ে আসছিল।কিন্তু ু অফলাইনে সংযুক্ত থাকার কারনে এসব প্রতিষঠানের মাধ্যমে তথ্যের বিশাল জগতের সকল সম্পদ ব্যবহার করা সম্ভব হতো না। ই-মেইল কেবল ডাউনলোড ও আপলোড তথ্য করা যেত।১৯৯৬ সালের ১৫ জুলাই থেকে বাংলাদেশে অনলাইন ।

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url